বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ নেত্রকোনা জেলা শাখা কর্তৃক অনুমোদিত কেন্দুয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় কেন্দুয়া বাজারের মিনা মার্কেটস্থ বাবু রাখাল বিশ্বাসের চেম্বারে এই কমিটি গঠন করা হয়।
সবার সম্মতিক্রমে বাবু রাখাল বিশ্বাসকে সভাপতি, মহিবুল ইসলাম রুবেলকে সাধারন সম্পাদক হিসাবে অনুমোদন দেন নেত্রকোনা জেলা কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক এ কে এম এরশাদুল হক জনি।
পরবর্তীত তাৎক্ষণিক আলোচনা করে নব নির্বাচিত এই নতুন কমিটি উপজেলা কমিটির জন্য ৩৭ সদস্য নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করেন পাশাপাশি ৩ জন উপদেষ্টা নিয়ে উপদেষ্টা পরিষদও গঠন করেন।
নব নির্বাচিত সভাপতি নাট্যকার, সাংবাদিক রাখাল বিশ্বাস তার প্রতিক্রিয়ায় বলেন, “যাত্রায় লোক শিক্ষা হয়” এই শ্লোগান কে সামনে রেখে কেন্দুয়া উপজেলা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ গঠিত হয়েছে।
যাত্রা হবে অশ্লীলতা মুক্ত যেখানে সকলেই মিলে মিশে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারবে এই প্রতিশ্রুতি দিয়ে আগামীদিনে যাত্রা শিল্পের মাধ্যমে গ্রাম বাংলার কৃষ্ঠি কালচারসহ বাংলাদেশের সংস্কৃতি সকলের সামনে তুলে ধরতে পারি, সেই সহযোগিতা সকলের কাছে প্রত্যাশা তিনি।
এসময় কমিটি গঠন উপলক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ের যাত্রা শিল্পী, অভিনয় শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব , সাংবাদিকসহ সূধীজন উপস্থিত ছিলেন
Leave a Reply