সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

​​​​​​​পূর্বধলায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোস্তাক আহমেদ খান, পূর্বধলা প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৯৮ পঠিত

১৮ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জাতীয় দৈনিক যায়যায়দিন। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ ও জাতীয় উন্নয়ন এবং অগ্রগতির সব অর্জনকে সঠিকভাবে তুলের ধরার মাধ্যমে পত্রিকাটি ইতিমধ্যেই পাঠক নন্দিত হয়ে উঠেছে। পাঠক নন্দিত পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার ০৬ জুন বিকেলে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ জায়েজুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়োব, পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও মিডিয়া আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, সাংবাদিক জুলফিকার আলী শাহীন, দৈনিক আমার সমাচার অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক সাংবাদিক এমদাদুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, পূর্বধলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক পূর্বময় ডটকমের প্রকাশক ও সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ খান, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রতিবাদ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক আল মনসুর, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য জিয়াউর রহমান, দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি সাংবাদিক শফিকুল ইসলাম খান, দৈনিক গণকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মিঠু সরকার, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ওয়াসিম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহবায়ক জাকির আহমদ খান কামাল। এসময় আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ও পত্রিকাটির সাফল্য কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News