বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

প্রায় আড়াই মাস পর, চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ 

আসাদুল করিম মামুন  কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১০২ পঠিত

প্রায় আড়াই মাস পর চট্টগ্রামের আনোয়ারা থানার এলাকা থেকে চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার প্রধান আসামীসহ দুই আসামিকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ ।

গ্রেফতারকৃত দুই আসামি কে সোমবার ( ৫ জুন) নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামি হলেন, মো:কামাল (২৪) এবং আলী হোসেন (২২) তারা দু’জনই উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের গন্ধবপুর এলাকার মৃত আমান মিয়ার ছেলে।

সোমবার ( ৫ জুন) কেন্দুয়া থানার অফিসার ইন চার্জ আলী হোসেন পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার( ৪ জুন) কেন্দুয়া থানার এস আই তাপস বনিকের নের্তৃত্বে একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে চট্টগ্রামের আনোয়ারা থানার এলাকায় অভিযান চালিয়ে আসামি আপন দুই ভাই মো: কামাল ও আলী হোসেনকে গ্রেফতার করে।

তিনি আরো বলেন, গ্রেফতার মো: কামাল ও আলী হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পর আইনের হাত থেকে বাঁচার জন্য তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

প্রসঙ্গত, মামলার বরাতে জানা যায়, নোয়াদিয়া গ্রামের সোহেল মিয়ার বড় ভাই আনিস মিয়ার সঙ্গে একই গ্রামের আমান মিয়ার ছেলে আলী হোসেন ও কামাল মিয়ার আগেই পূর্বশত্রুতা ছিল। এরই মধ্যে বিগত (২০ মার্চ) সন্ধ্যায় স্থানীয় বাজারে মানিক মিয়ার দোকানে কেরাম খেলা নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে দুপক্ষ মারামারিতে জড়ালে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে গুরুতর আহত হন সোহেল মিয়া পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বিগত (২১ মার্চ) দুপুরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো: সোহেলের ভাই রুবেল মিয়া বাদী হয়ে

১নং আসামি মো: কামাল ৩নং আসামি আলী হোসেন সহ আটজনকে আসামি করে ২৪/০৩/২০২৩ ইং কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২০।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News