নেত্রকোনার মদনে পূর্ব শত্রুতার জেরে,ধরে হঠাৎ অতর্কিতভাবে বাড়িতে হামলা করে ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের ঘটনায় (৩ জুন) রোজ শনিবার রাতে, থানায় অভিযোগ দায়ের করেছেন, রুবেল মিয়া (৩২)নামের এক ব্যক্তি।
(গত ২ জুন)রোজ শুক্রবার বিকেল ৪টার দিকে গোবিন্দশ্রী ইউনিয়নের বারঘরিয়া পশ্চিমহাটি গ্রামে রুবেল মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনাটি ঘটিয়েছে একই গ্রামের মৃত রাজু হোসেনের ছেলে,এমদাদুল সহ তার লোকজনে মিলে।
অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায : গোবিন্দশ্রী নদী খনন করেছে কিছুদিন পূর্বে। উক্ত নদী খননের মাটি নিয়ে রুবেল মিয়া ও এমদাদুল (৫২) এর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে।
পরবর্তীতে গত ২ মার্চ মাসে মৃত রাজু হোসেনের ছেলে, এমদাদুল মিয়া, রুবেল সহ ৮ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলার আসামি খুঁজতে গত শুক্রবারে আনুমানিক বিকাল ৪টার দিকে, মদন থানার পুলিশের এসআই মজিবুর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে গোবিন্দশ্রী বারঘরিয়া পশ্চিমহাটি রুবেল মিয়ার বাড়িতে যায়।
পুলিশ কোন আসামি না পেয়ে চলে আসে। পুলিশ চলে আসার কিছুক্ষণ পরেই, এমদাদুল হক সহ ১০ থেকে ১২ জন লোক মিলে রুবেল মিয়ার বাড়িতে ওতর্কিতভাবে হামলা করে, ভাঙচুর ও লুটপাট করে।
প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকার জিনিস পত্র ভাঙচুর করে রুবেল মিয়ার বাড়িতে।
ঘরে থাকা স্টিলের বক্স ভেঙে নগদ ৪ লক্ষ ৯০পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়, এমদাদুল সহ তার লোকজনেরা,এ ঘটনায় রুবেল মিয়া বাদী হয়ে মদন থানায় একটি মামলা দায়ের করেন এমদাদুল হককে প্রধান আসামি করে তাদের বিরুদ্ধে।
এ বিষয়ে অভিযুক্তদের একজন এমদাদুল হকের সাথে মুঠোফোন যোগাযোগ করলে,সে জানায়, পুলিশের সাথে আমরা গিয়েছি সত্য,তাদের ঘর দেখায়া দেওয়ার জন্য গিয়েছি। কিন্তু তাদের ঘরের মালামাল ভাঙচুর করিনি এবং টাকা পয়সাও নেইনি।
এ বিষয়ে মদন থানা ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান এ প্রতিনিধিকে জানান,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply