বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

কেন্দুয়ায় বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১০০ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় বঙ্গবন্ধু পরিষদের প্রথম কার্যকরী সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুর‍্যালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (৩ জুন) বিকেলে কেন্দুয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নব গঠিত কমিটির ১ম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কেন্দুয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. বদিউজ্জামান তালুকদার বকুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পরিবেশ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা সাবেক ছাত্রনেতা আয়েশ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনকের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার নবগঠিত কমিটি। পাশাপাশি
কার্যকরী কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বঙ্গবন্ধুর পরিবারবর্গ, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে।

সভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সদস্য, কেন্দুয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রনেন সরকার, সান্দিকোনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবুল আহমেদ, গীতিকার মো.ফজলুর রহমান, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক হাসিম উদ্দিন ভূঁইয়া,বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি পৌর কাউন্সিলর গোলাম জিলানী, সাংগঠনিক সম্পাদক কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক এস এম রুবেল, সহ সভাপতি শিল্পী সুসেন সাহা রায়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক কবি মাহবুবা খানম দীপান্বিতা প্রমূখ

এসময় নবগঠিত বঙ্গবন্ধু পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News