তুমি আমার দুই নয়নের নীলে আছো ::::::::::
তুমি যে আমার প্রেমের কবিতা হয়ে।
আমার প্রেম বাগানের বাঁশীর রাগিনী :::::::::
আজ এই আমার স্বপন আধ-জাগরণ।
আমি যে চিরদিন শুধু তোমাকেই চিনি ::::::::::
আমি যে কে তোমার যদি তুমি জানতে।
তবে কি আপন করে আমায় কাছে টানতে :::::::::
হয়ত তুমি অভিমানে সুদূরে যেতে গো সরে।
ওগো না না নয়নের নীলে তুমি যে ছিলে :::::::::::
তুমি এলে তাই আমার জীবনে স্বপ্ন এলো।
ইন্দ্রধনুর প্রেমময় জীবনের লগ্ন যে এলো ::::::::::
তোমার আমার মধুর প্রহর হোক না অমর।
ওগো মোর জীবনের প্রথম প্রেম পল্লবিনী :::::::
আমার যদি এ লগন আজ আঁধারে ঢাকে।
যদি নেভে যায় জীবনের দ্বীপ পথের বাঁকে ::::::::
তবুও তুমি যে আমার প্রেম বলব আবার।
আমি যে চিরদিন তোমাকেই চিনি ওগো :::::::::
আমি রোজ চোখ খুলতেই খুঁজি তোমাকে।
আমার কাছে থাকা এই গরম চা এর কাপে ::::::
তোমাকে দেখে চোখের কোনে ঘুম তখনও।
আমার লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসে :::::::
প্রেমময় দরজায় ঘুমের টোকা বড়ই ভয়ানক।
সুখের মাঝে ঝড়র তোলে একাই খলনায়ক :::::::::::
রাতে আমার এই দুই চোখে যে ঘুম আসেনা।
তোমার স্বপ্নে বিভোর হয়ে ঘুমিয়ে জেগে থাকি :::::
ইচ্ছে আসা আপন করে খোলা হাওয়াতে বাঁচি।
নতুন বছরে পুরানো প্রেমে নতুন করে ডুবি :::::::::::
নতুন বছরে নতুন করে তোমাকে আবার খুঁজি।
ঘুম জড়ানো চোখে শুধু তোমার ছবি ভাসে :::::::::::
তোমার ডাকেই ভাঙ্গে ঘুম স্নিগ্ধ শীতল বাতাসে।
তোমার ছোয়াতে চিন্তা কমে মনের আঙ্গিনায় ::::::::
তোমার নেশাতে মগ্ন এ মন প্রেমের দুনিয়ায়।
Leave a Reply