নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর গ্রামে খাস জমি দখলে বাধা দেয়ায় গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বুধবার (৩১ মে) মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
জানা যায়, জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের নুরুল আমিন চৌধুরী ওরফে মঞ্জিল চৌধুরী ও আবুল বাশার চৌধুরী কর্তৃক সরকারি খাস জমি দখলে বাধা দেওয়ায় মেন্দীপুর গ্রামবাসীর বিরুদ্ধে বার বার মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মেন্দীপুর এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে পুলিশ সুপার বরাবর।
বুধবার (৩১ মে) দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে সড়কে মেন্দীপুর গ্রামবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, গনি মিয়া, রিপন মিয়া, সরোয়ার জাহানসহ আরো অনেকে।
বক্তরা এসময় ওই গ্রামের জনৈক নুরুল আমিন চৌধুরী মিথ্যা মামলা দিয়ে গ্রামের মানুষকে হয়রানি করছে, এমন অভিযোগ করেন। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা। পরে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন মেন্দীপুর এলাকাবাসী
Leave a Reply