নারীকে কোন পন্য মনে করা যাবে না। নারীকে আমার মা, মেয়ে কিংবা বোন হিসেবে চিন্তা করলেই সমাজ থেকে নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর অপরাধ এবং সাইবার ক্রাইম ইত্যাদি অনেকাংশে কমে যাবে বলে বলেন, নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ।
নেত্রকোনার কেন্দুয়া থানা পুলিশ আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এবক্তব্য দেন।
মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ,সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে সূধী সমাবেশে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে প্রধান অতিথি এসপি মো.ফয়েজ আহমেদ বলেন, যে কোন ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ সব সময় তৎপর রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদানের লক্ষ্যে জাতীয় হেল্পলাইন ৯৯৯ এর আদলে নেত্রকোনায় “হ্যালো এসপি” জরুরী সেবা চালু রয়েছে।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে জেলা পুলিশ,কেন্দুয়া থানা পুলিশ ও কেন্দুয়া কমিউনিটি পুলিশের যৌথ উদ্যোগে কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দুয়া থানা পুলিশ কর্মকর্তা (ওসি) আলী হোসেনের সভাপতিত্বে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ,সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসেচতনামূলক সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ।
কেন্দুয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক, মোজাফরপুর ইউপি চেয়ারম্যান জাকির আলমের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) হোসাইন মোহাম্মদ ফারাভী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ্যাসিল্যান্ড মো. রাজীব হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি এড. আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র মো. আসাদুল হক ভূঞা,কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা।
এসময় আরো বক্তব্য রাখেন, সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহবুবা জান্নাত প্রিয়ন্তী, ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, কেন্দুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.লিয়াকত আলী চৌধুরী কাজল, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা,
পৌর আ’লীগ সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ভূঞা জুয়েল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান, নারীনেত্রী কল্যাণী হাসান, জাহানারা রোজি, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল সরকার প্রমূখ।
সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নের্তৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply