বাল্য বিয়ে প্রতিরোধের লক্ষে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরের সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে)বেলা ১১টার দিকে বেসরকারি সংস্থা সাবলম্বী উন্নয়ন সমিতির এসবিসি’ প্রকল্পের আয়োজন ও ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে সভাটি হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খালিয়াজুরীর একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান,সাবেক প্রধান শিক্ষক তারা প্রসন্ন দেব রায়,সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন। দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিতির এ সভার সঞ্চালনায় ছিলেন স্বাবলম্বী’র উপজেলা সুপারভাইজার মহসিন মিয়া।
Leave a Reply