নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে ইজি বাইকের ধাক্কায় প্রাণ গেল আনোয়ারুল কওমি মাদ্রাসার ছাত্রী,শিশু কন্যা তারিনা আক্তারের ।
নিহত তারিন আক্তার(৭) নোয়াগাঁও পূর্ব পাড়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে,গত ২৭ মে, রোজ শনিবার আনুমানিক সময় বিকাল ৪টার দিকে নোয়াগাঁও আনোয়ারুল কওমি মাদ্রাসার ছুটি শেষ, নিজবাড়ী বাড়ির সামনে নোয়াগাঁও পূর্বপাড়া পাকা রাস্তার কাছে আসা মাত্রই পিছন দিক থেকে ব্যাটারিচালিত (ইজিবাইককের) ড্রাইভার শিশু কন্যা তারিনা আক্তারকে ধাক্কা দিয়ে ফেলে, শরীর উপর দিয়ে চলে যাওয়া গুরুতর আহত হয় তারিনা আক্তার।
আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৩০ মিনিটের দিকে শিশু কন্যা তারিন আক্তার মারা যায়।
এ বিষয়ের মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি এ প্রতিনিধিকে জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ,নোয়াগাঁও আনোয়ারুল কওমি মাদ্রাসার ছাত্রী তারিনার সুরতহালের শেষে নিজ বাড়িতে নিয়ে আসা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply