নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. নাসির উদ্দিন রানা জয়লাভ করেছেন। পিছনে পড়েছেন নৌকার প্রার্থী মো. আব্দুর রহমান।
বৃহস্পতিবার (২৫ মে) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঘোষিত বেসরকারী ফলাফলে এই তথ্য জানা গেছে ।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ গত ১৩ মার্চ মৃত্যুবরণ করায় তার পদটি শূন্য হয়। এই শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৯৮৩ জন। তার মধ্যে ১০ হাজার ৪১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোছা. হোসেন আরা জানান, মো. নাসির উদ্দিন রানা ঢোল মার্কায় পেয়েছেন ৩ হাজার ৩৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রহমান নৌকা মার্কায় পেয়েছেন ২ হাজার ৮৭৯ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে খন্দকার আজিজুর রহমান (আনারস) ২ হাজার ৪৩৪ ও মো. দৌলত মিয়া (ঘোড়া) ১ হাজার ৭২১ ভোট পেয়েছেন।
এদিকে ভোট গ্রহণকালে দুপুর ১টার দিকে বালি-মহিষহাটি স্কুল কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। অনেকেই নেত্রকোণা ও ময়মনসিংহে চিকিৎসাধীন আছেন।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, একটি ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বালি-মহিষহাটি কেন্দ্রে উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
Leave a Reply