নেত্রকোণার আটপাড়ার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
শনিবার উপজেলার বানিয়াজান ইউনিয়নের ইটাখলা চকপাড়া খালের উপর ১৫ মি: দৈর্ঘ্যের ব্রিজ, বানিয়াজান ইউনিয়নের ছয়াশী গ্রামের রাস্তা ও শুনই ইউনিয়নের রাস্তা, এবং স্বরমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া বাজারের পার্শ্বে খালের উপর ১৫ মি: দৈর্ঘ্যের ব্রিজ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের নেতা হাজী মোজাম্মেল হক, আব্দুস সেলিম মনি, আরিফুজ্জামান খান টিটু, কামরুজ্জামান কাজল, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবকলীগের জেলার সহ-সভাপতি জিয়াউল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সাধারণ সম্পাদক কবীর তালুকদার, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রোকন উজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান কবীর নিলয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাস, সহ-সভাপতি রবিউল আউয়াল লীলু।
এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিদিনের আটপাড়ার অনলাইন গণমাধ্যমের সাংবাদিকৃন্দ উপস্থিত ছিলেন
Leave a Reply