বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে।
আজ (২৫ মে) সকাল ৮ টা থেকে ইউনিয়নের ১০ টি কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।
নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রিজাইটিং অফিসার হুসনে আরা জানান,এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৯৮৩ জন এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার পাঁচশত ছিয়াশি মহিলা ভোটার ৮ হাজার ৪৯৭ জন।
সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য পুলিশ, র্যাব,আনসার ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালনে রয়েছে।
উল্লেখ্য যে,বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান সেলিম আজাদ সেলিম গত ১৩ই মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করায় এই ইউনিয়নে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে
Leave a Reply