মোহনগঞ্জে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আশিক (১৬) নামে কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে পৌরশহরের দেওথান গ্রামে এ ঘটনা ঘটে,আশিক পৌরশহরের দেওথান গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
স্থানীয় পৌর কাউন্সিলর মানিক তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, এটি একটি নিছক দুর্ঘটনা। পরিবারটি খুব অসহায়। বাবা মারা যাওয়ার পর আশিক অটোরিকশা চালিয়ে তার ভাইবোন ও মাসহ সংসার চালাতো।
প্রতিবেশীরা জানান, আশিক অটোরিকশা চালিয়ে সংসার চালাতো। রাতে অটোরিকশাটি চার্জে লাগিয়ে ঘুমাতে যায়। ভোরে চার্জের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কিছু জানি না। আপনার কাছ থেকে প্রথম জানলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।
Leave a Reply