শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

নেত্রকোনা-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা- গোলাম বাকী চৌধুরী

দৈনিক নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩৬৫ পঠিত

আসন্ন আগামী(২৩ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী,সাবেক সদস্য, কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, সাবেক ক্রীড়া সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,সাবেক সহ-সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ,সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জিয়া হল ছাত্রলীগ,ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য,গোলাম বাকী চৌধুরী।

জানা যায়, নেত্রকোনা-৪ আসনে নবীন ব্যক্তি হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন গোলাম বাকী চৌধুরী। তিনি মোহনগঞ্জ উপজেলার কৃতি সন্তান এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ কমিটির সদস্য গোলাম বাকী চৌধুরী।

বিভিন্ন সময়ে তিনি এই আসনের সকল ইউনিয়নের মধ্যে খাবার বিতরণ সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে গেছেন। বিভিন্ন স্কুল মাদ্রাসা ও এতিমখানা, দুস্থ অসহায় নিরীহ বঞ্চিত মানুষের পাশে সাহায্য ও সেবা বিলিয়ে দিয়েছেন। সদা হাস্যজ্জল ও অমায়িক মনের মানুষ হিসেবে গরিব, দুঃখী ধনী-দরিদ্র তার কাছে কোনো প্রকার ভেদাভেদ নেই।

যে কোন জায়গায় যে কোন সাধারণ মানুষকে সবার আগে সালাম দেয়া ও পরিবারের খোঁজ খবর নেয়া, বুকের মাঝে জড়িয়ে ধরা, তার যেন স্বভারের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।তাছাড়াও তিনি বর্তমান নবীন ও প্রবীণ প্রজন্মের মাঝে তিনি এক ভালোবাসার আইকন হিসেবে পরিচিতি লাভ করেছেন। সেই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন পালন ও ধারণ করে নেত্রকোনা-৪ তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালীতে রূপান্তরিত করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ- কমিটির সদস্য। তার ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণায় জনগণের মাঝে নতুন উন্মাদনা সৃষ্টি করছেন।

গোলাম বাকী চৌধুরী নেত্রকোনা-৪ আসনের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে গড়া এক মুজিব সৈনিক আমি একজন ছাত্রলীগের কর্মী। দেশকে ভালোবাসা এবং সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ হওয়া , নিজেকে বিলিয়ে দেয়ার সুযোগটুকু জন্মের পর থেকেই আমার পরিবারের কাছ থেকে শিক্ষা পেয়েছি।

আমার প্রাণের দেশ এবং প্রাণের সাধারণ মানুষদের কাছ থেকে নেয়ার মতো কোনো কিছুই নেই, আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহর দরবারে, তিনি আমাকে অনেক কিছুই দিয়েছেন। এখন শুধু আমার দেয়ার সময়। আমার ধন-সম্পদ সহ আমি নিজেকে বিলিয়ে দিতে চাই দেশ ও সাধারণ মানুষের তরে।

আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন আমি যেন সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। এটাই আমার মূল-প্রত্যয় এটাই আমার প্রাণের আশা। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের রূপরেখার উন্নয়নের অংশীদার হতে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে এবং আধুনিক ও ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়তে নেত্রকোনা -৪ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মাঝি হতে চান কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ কমিটির সদস্য গোলাম বাকী চৌধুরী।

ইতোমধ্যে তিনি উঠান বৈঠক, মতবিনিময় ও ব্যাপক গণসংযোগের মাধ্যমে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের নেতৃত্বে রয়েছেন দীর্ঘদিন ধরে। এসবের জন্য বর্তমানে তিনি নেত্রকোনা -৪ আসনে সকলের কাছে আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন।

তিনি আরও বলেন,তাছাড়া দলের কেন্দ্রীয় সিনিয়র নেতারাও আমাকে আশ্বাস দিয়েছেন এবং মাঠ গোছাতে বলেছেন। আমি তাদের নির্দেশকে আশীর্বাদ মনে করে মাঠে নেমেছি। দিনরাত অবিরাম গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় করে যাচ্ছি। আমি দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিবো

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News