বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

কেন্দুয়ায় ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করায়,সহঃ প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১২৫ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মূলক পোস্ট করার দায়ে সহকারী প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটানাটি ঘটেছে উপজেলার পাইকুরা ইউনিয়নের মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক
মোঃ মিজানুর রহমান বিরুদ্ধে।

মিজানুর রহমান পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা দুরুয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, রবিবার (২১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম তার নিজস্ব ফেইসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কটাক্ষ মূলক পোষ্টের করেন তিনি। তিনি তার ফেইসবুক আইডিতে লিখেছেন, আগে শেখ হাসিনার পতন, পরে জাতীয় নির্বাচন। এই আপত্তিকর স্ট্যাটাস দেখে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।

এব্যাপারে গত মঙ্গলবার (২৩ মে) বিকেলে মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথের সঞ্চালনায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান আরজু সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দের সমন্বয়ে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে কটাক্ষ মূলক পোস্ট তার নিজস্ব ফেইসবুক পোস্ট করেন, যাহা শিক্ষক হিসেবে তিনি করতে পারেন না, এটা বড় ধরনের যড়যন্ত্রের নীল নকশার সমান। তারই প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে ভিকটিম সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ জানান, মিজানুর রহমান গত মঙ্গলবার
( ২১ মে) তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ মূলক পোস্ট করায় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে আজ বিকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এক জরুরি বৈঠকে বসেন। তার কর্মকাণ্ডের বিষয়ে দীর্ঘ আলোচনা ও বিশ্লেষণ করে তাকে সাময়িক বরখাস্ত করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিঘ্রই তাকে পত্র মারফত বিষয়টি জানানো হবে বলেও জানান তিনি শিক্ষক।

অপরদিকে মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান আরজুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বেশ কিছুদিন যাবত তিনি সরকারি কর্মকাণ্ডে নেগেটিভ মন্তব্য করছে বলে শুনেছি। এবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন তা দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ।

আমরা মঙ্গলবার(২৩ মে) বিকালে ম্যানেজিং কমিটি ও শিক্ষকমণ্ডলীদের সাথে আলোচনা করে সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানকে সাময়িক ভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি।পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এব্যাপারে কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, শিক্ষক হিসেবে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম গর্হিত কর্মকাণ্ড করতে পারেন না যাহা যাহা বেসরকারি শিক্ষকের বিধিমালার পরিপন্থী।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান মুটেফোনে জানান, এটা আমার মনে অজান্তে হয়ে গেছে, বিষয়টি নিয়ে খুব বিপাকে আছি। এই সময়ে তার আইডিটা হ্যাক হয়েছিল বলেও দাবী করেন তিনি। ভিপি নুরুল হক নুরুর দল “গণঅধিকার পরিষদ”এর রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন বলেও জানান তিনি

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News