বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

বাংলার ইতিহাস তুমি…………. সোহেল খান দূর্জয়……………

অনলাইন ডেস্ক :
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১১১ পঠিত

এই বাংলার মমতাময়ী মাতা তুমি এই

বাংলার অহংকার তুমি বাঙ্গালীর গর্ব প্রেম

বঙ্গবন্ধুর সোনার কন্যা শেখ হাসিনা মন

দেশের জন্য কাঁদে আহা কাঁদে সারাক্ষণ

বাবার মতো শেখ হাসিনা সহজ সরল মতো

ভালোবাসে সবাই তারে আমজনতার মতো

দেশের দশের সবার জন্য ভালোবাসা তার

এমন নেতা পাবে না কেউ বিশ্বে খুঁজে আর

বারে বারে শত্রু সবাই জীবন নেবার জন্য

মারছে বোমা করছে গুলি পশুর মতো বণ্য

মহান আল্লাহর রহমতে আমার আপার ক্ষতি

পারেনা কেউ করতে আহা করছে স্বীকার নতি

সুস্থ আছে ভালো আছে এই জনগন তার সাথে

শত্রুর আঘাত জনতাই রুখবে সাথে সাথে।

নিজের জীবন হেলা করে করেন দেশের সেবা

এমন নেতা এদেশে কেউ আর কি খুঁজে পাবে

দেশপ্রেমে উদ্বেলিত কাজে তার নাই যে হেলা

কাজেই তিনি উজ্জীবিত কাজ করে তাই মেলা

বঙ্গবন্ধুর বাসভবনে আসত কতো গুণী নেতা

শিশুকালে দেখতো তাদের থাকতো সাথে পিতা

লোভ লালসা নাই যে তাহার কোনো কিছুর তরে

নামাজ রোজা কোরআন কিতাব ভোর রাতে সে পড়ে

তাহার বাবা জাতির জনক বঙ্গবন্ধুর নীতি

মেনে চলেন একশত ভাগ একটুও নাই ত্রুটি

জনগণেই তার ভরসা জনতাই তার বড় বল

শেখ হাসিনা সবার কাছে আস্হায় অবিচল

এখন তিনি বিশ্ব নেতা শুধু দেশের নেতা নয়

বিশ্বের সকল বড় নেতা সকলেই তাই কয়

রাজনীতি আর ছাত্র জীবন চলছিল একসাথে

ছাত্রলীগের ভিপি হলেন ভালোবাসার স্রোতে

রক্তে তাহার রাজনীতি এটা নতুন কিছু নয়

জননেত্রী শেখ হাসিনা তাহার কিসের ভয়

আপা আমার শেখ হাসিনা সে যে আমার বোন

আমার দেশের সম্পদ আহা দেশের বড় ধন।

উন্নয়নের কাজের বাহার তুলনা তাহার নাই

শেখ হাসিনার উন্নয়নে অবাক বিশ্ব তাই

উন্নয়নের ছোঁয়াতে আজ গোলাপ ফুলের হাসি

ফুটছে আছি সবার মুখে দেশকে ভালবাসি

দেশের নেতা শেখ হাসিনা গর্ব করি তাই

তাহার মতো নেতা কভু পাবো না আর ভাই

আসুন সবাই দোয়া করি তাহার জীবনের জন্য

হাজার বছর বাঁচুক নেতা দেশকে করি ধন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News