ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,”ভূমি অফিসে না এসে, ভূমি সেবা গ্রহণ করুন এই স্লোগানকে সামনে রেখে(২২ মে) সোমবার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।
সোমবার (২২ মে) সকালে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদ ইকবাল। মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার উপজেলার সামনে গিয়ে শেষ হয়।
এসময় মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকঞ্জির সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদ ইকবাল, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল,৬নং শুয়াইর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান,৭নং গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,সহ ইউপি চেয়ারম্যান, সদস্য সহ সংবাদকর্মীবৃন্দ।
এসময় সাংবাদিক, স্থানীয় ইউপি চেয়াম্যান, ইউপি সদস্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূ‚মি কর্মকর্তা, অফিস সহকারী ও উপজেলার ইউডিসি উদ্যোক্তাতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply