আমি শিখিনি কখনো অন্যায়ের কাছে
মাথা নত করা শিখেছি শুধুই প্রতিবাদ
অন্যায় দিয়ে অন্যায়ের নয় মোকাবেলা
তাতে বাড়ে বিষাদ যন্ত্রণা অন্তর জ্বালা
অন্যায় দিয়ে হয়না প্রতিরোধ প্রতিবাদ
তাতে বাড়ে চাপা ক্ষোভ তীব্র অবসাদ।
কোথায় কোনো অন্যায় দেখলে আমি
সহিতে নাহি পারি অন্তরে বাড়ে জ্বালা
ধীরে ধীরে পুড়ে পুড়ে হয় যে ছারখার
দিবা নিশি সর্বত্র সর্বহারা হয় হাহাকার
তিলে তিলে আজ আমি বড়ই নিঃশ্বেষ
একদিন আর রয়না যে কিছুই অবশেষ,
ভালবাসা দিয়ে কাউকে ডাকলে কাছে
তাতে হৃদয় উজাড় করে সব আসে হাতে
আর অনাদরে ঠেলে দিলে সে যায় যে দূরে
তাইতো রোজ রোজ আরও বিচ্ছেদ বাড়ে।
অন্যায় দিয়ে অন্যায়কে দমে হয়না জেতা
সেটা নিজের কাছে নিজে ঠকা কাপূরুষতা
জাহান্নামের কাঠ-খড়ি-কয়লা লু যে হাওয়া
জাতীয় রীতিমত রং করে তামাশা মশকারা,
তাইতো ন্যায় দিয়ে অন্যায়কে যায় বস করা
তাতে আশা ভরসা খুঁজে পায় যে মনের বাসা
আমার ভালোবাসা আস্কারা পায় আনন্দ ধারা
তাইতো দেশে বিদেশে আকাশে ওঠে ধ্রব তারা।
Leave a Reply