উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২২ মে) সকাল ১১ঘটিকায় সংগঠনটির আয়োজনে উপজেলা স্টেশন বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব গনি মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আবুল কালাম তালুকদার, আকাঈদুল ইসলাম, মুকুল কায়সার আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন খোকন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাবুল মিয়া, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল সরকার, খোরশেদ আলম, উজ্জ্বল মিয়া, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য রুবেল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনাকে বিএনপির যে নেতা হত্যার হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলীয়ভাবে আমাদের আরও বেশি শক্তিশালী হয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
আওয়ামী লীগ সরকার যা উন্নয়ন করেছে তা জনগণের মাঝে তুলে ধরতে হবে। সাধারণ মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। জামাত-শিবির-বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের সোচ্ছার থাকতে হবে।
আলোচনা সভা শেষে আগত অতিথিরা সংগঠনটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উৎযাপন করেন।
Leave a Reply