ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,”ভূমি অফিসে না এসে, ভূমি সেবা গ্রহণ করুন এই স্লোগানকে সামনে রেখে(২২ মে) সোমবার নেত্রকোনার সদর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।
সোমবার (২২ মে) সকালে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার উপজেলার সামনে গিয়ে শেষ হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি আকলিমা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি অনিমেষ সোম, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র মহসিন আলম,সহ ইউপি চেয়ারম্যান, সদস্য সহ সংবাদকর্মীবৃন্দ।
এসময় সাংবাদিক, স্থানীয় ইউপি চেয়াম্যান, ইউপি সদস্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূ‚মি কর্মকর্তা, অফিস সহকারী ও উপজেলার ইউডিসি উদ্যোক্তাতারা উপস্থিত ছিলেন
Leave a Reply