নেত্রকোনায় আওয়ামী মৎস্যজীবী লীগের ২০ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার (২২ মে) সকাল ১১ঘটিকায় সংগঠনটির আয়োজনে নেত্রকোনা ছোট বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বনাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সডক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় নেত্রকোনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব আলমগীর কবিরের সঞ্চালনা, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা মৎস্যজীবী লীগের আহবায় গাজী মোকাদ্দেস হোসেন রতন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এড: শামসুর রহমান ভিপি (লিটন)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য রেজাউল করিম রেশিম, নেত্রকোনা জেলা যুবলীগের যুগ্ন আহবায় দেওয়ান রনি, জেলা কৃষক লীগের আহবায়ক শহিদ মিয়া,জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার বিউটি, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক রহমত আলী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাফোদুল ইসলাম লিংকন, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ন আহ্বায়ক ইকবাল,জেলা মৎসজীবী লীগের যুগ্ন আহবায় আদনান সামিসহ জেলা আওয়ামী লীগ আওয়ামী মৎস্যজীবীলীগ ও নেত্রকোনার সদর আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনাকে বিএনপির যে নেতা হত্যার হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলীয়ভাবে আমাদের আরও বেশি শক্তিশালী হয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
আওয়ামী লীগ সরকার যা উন্নয়ন করেছে তা জনগণের মাঝে তুলে ধরতে হবে। সাধারণ মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। জামাত-শিবির-বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের সোচ্ছার থাকতে হবে।
আলোচনা সভা শেষে আগত অতিথিরা সংগঠনটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উৎযাপন করেন
Leave a Reply