আমিতো নই কবি, হৃদয়হীন পাষান
এক বদমেজাজি দুরন্ত মানব।
মানুষের কল্পনা প্রসুত আমি টাইগার
এ উপাদি আমার অর্জন নয়-
ইহা মানুষের সৃষ্টি।
আমি লালন করি মানবতার গান
আমি সত্যের সন্ধানে স্পষ্ট কথাবলি
চাটুকারিতা নেই আমার চর্চায়
অনেকে আজ রিক্সা ছেড়ে
দ্বিতল ভবনে গাহে মানবতার গান
যতই আসুক বাধা আমি গেয়েই যাব মানবতার গান
যতদিন দেহে আছে প্রাণ
দারিদ্রতা আর সততা নজরুলকে করেছে বিদ্রোহী।
সুকান্তকে দেখিয়েছে চাঁদ;
এক ঝলসানো রুটি।
আমরা সকলেই কবি –
সকলের হৃদয়ে কবিতার বসবাস,
কারো হৃদয়ে সুপ্ত থাকে
কারও অন্যায় আঘাতে
হয়ে যায় কবিতার প্রকাশ।
প্রনাম জানাই
দেবীতুল্য মহীয়সি হে আমার মহান
বিধাতা তোমায় শত বছর আয়ু করুক দান।
দূর থেকে তোমায় করি সহস্র প্রণাম।
Leave a Reply