কলমাকন্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের গাখাজুড়া গ্রামে শনিবার সকালে কৃষকরা ধান কাটতে থাকা সময়ে হঠাৎই কি যেন একটা নাড়াচাড়া করে ওঠে ওই অজগর সাপটি।
পরে তারা ধান কাটা বন্ধ রেখে ভার বাঁশ দিয়ে এলোপাথাড়ি আঘাত করে,তাদের আঘাতে ওই সাপটির নাড়াচাড়া বন্ধ হয়ে গেলে সাপটিকে টেনে হিছড়ে তুলতেই দেখতে পান এটি অজগর সাপ। স্থানীয়ভাবে জানা গেছে এলাকার বেশ কয়েকজনের হাঁস-মুরগিও খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অজগরটিই এগুলো খেয়েছে।
Leave a Reply