নেত্রকোনা আটপাড়া উপজেলায় নৌকা বঙ্গবন্ধুর মোড়ালেরম আদলে বাড়ি তৈরি করে প্রশংসায় ভাসছেন মো: জহিরুল ইসলাম খান হীরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন: বঙ্গবন্ধুকে ভালবাসি দেশকে ভালবাসি
আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী লীগ আটপাড়া উপজেলা শাখার, স্বাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক ও আটপাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি
তিনি আরো বলেন : আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুকে অনেক ভালবাসি উনার আদর্শকে বুকে লালন করি তাই আমি একান্ত নিজের চেষ্টায় আমার বাড়ির গেটটি নৌকার আদলে তৈরি করি যা সবাই এখন নৌকা বাড়ী বলে চেনেন জানেন।
শুধু তাই নয় আমি যে কাটে রাত্রি যাপন করি ওই কাটটি আমি নিজে ডিজাইন করেছি, ডিজাইনে খুব স্পষ্টভাবে দেখা যায় উপরে বঙ্গবন্ধুর ছবি দুই সাইডে জাতীয় ফুল শাপলা, আছে জাতীয় পাখি দুয়েল মাঝখানে নৌকা এভাবেই আমি তৈরি করেছি এই কাটের মধ্যে আমি যখন শুই তখন মনে হয় আমি যেন বঙ্গবন্ধুর আদর্শের লালিত স্বপ্নের উপরে শুয়ে আছি, মনে পড়ে যায় স্বাধীনতার কথা মনে পড়ে যায় এক কাঙ্ক্ষিত স্বপ্নের কথা।
তাই আমি আমার কাটটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে উপহার দিতে চাই
Leave a Reply