নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের নিজ টেংগা গ্রামের সাবেক নেত্রকোনা জেলার মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ আউয়াল খাঁন (৭০) ১৯ মে, রোজ শুক্রবার দিবাগত রাত আনুমানিক সময় ২ টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি স্ত্রী,এক ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
২০ মে শনিবার বিকাল ৩ টা ৩০ মিনিটের দিকে টেংগা ফুটবল খেলার মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে আটপাড়া উপজেলা সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, গুণীজনকে হারিয়ে সমবেদনা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা চেয়ারম্যান জনাব হাজী খাইরুল ইসলাম, ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন, এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান
Leave a Reply