সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

সীমান্তে বন্য হাতির আক্রমণ হতে জানমাল রক্ষার্থে বিজিবি ও বিএসএফের ২৬ টি পতাকা বৈঠক অনুষ্ঠিত

দূর্গাপুর প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৫৭ পঠিত

সীমান্তে বন্য হাতির আক্রমণ হতে জানমাল ও সম্পদ রক্ষার্থে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে, ২০২৩) বর্ডার গার্ড বাংলাদেশ এর ময়মনসিংহ সেক্টরের ৩টি ব্যাটালিয়ন এলাকায় (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা) মোট ২৬টি স্থানে পতাকা বৈঠকের আয়োজন করে বিজিবি।

এছাড়াও গতকাল বুধবার সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের সাথে সচেতনতামূলক সভারও আয়োজন করে তারা।বিজিবি সূত্রে জানা যায়, বৈঠকে ভারত থেকে আসা বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পাওয়া, বন্য হাতির আক্রমণে কয়েকজন বাংলাদেশী নাগরিক নিহত ও আহত হওয়া, হাতি কর্তৃক ফসলি জমির পাকা ধান নষ্ট করা জনবসতি এলাকায় প্রবেশ করে গাছপালা ও বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি সাধন সংক্রান্ত আলোচনা করা হয়। পরে এ ব্যাপারে বিএসএফ কোম্পানী/ক্যাম্প কমান্ডারগণ যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সমূহ নিরসনকল্পে উভয়পক্ষ সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News