বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

মোহনগঞ্জে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের আনন্দ মিছিল

সাইফুল আরিফ জুয়েল স্টাফ রিপোর্টার :
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৩৯ পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

 

বুধবার (১৭ মে) বিকাল ৩টার দিকে পৌরশহরের পাটপট্টি এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ফের আওয়ামী লীগ কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

 

এসময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়েজ রহমান প্লাবন, যুগ্ন আহ্বায়ক নিয়াজ মোর্শেদ জয়, আবু সালেহ রনি, ইউসুফ রহমান বাদশা, মিজানুর রহমান মুন্না, মাহমুদ আল নূর সমাপ্ত দবির হোসেন, রয়েল, মনির সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়েজ রহমান প্লাবন বলেন, আজকের দিনটি আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। ১৯৮১ সালের আজকের এ দিনে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য এসেছিলেন।

 

এ স্বদেশ প্রত্যাবর্তন প্রমাণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় ও দেশের মানুষের দুর্দিনে দেশরত্ন শেখ হাসিনা সবসময় আস্থাশীল হয়ে থাকবেন। তাঁর নেতৃত্বে আজকের বাংলাদেশ পৃথিবীতে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News