নেত্রকোনার জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা ও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে(১৫ মে) সোমবার এপ্রিল মাসের ‘মাসিক অপরাধ সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃংঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং ২০২৩ সালের এপ্রিল মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরুস্কৃত করা হয়। উক্ত মাসিক কল্যান সভার সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।
পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
জেলা পুলিশের এপ্রিল মাসের অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত নেত্রকোনা জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরষ্কার প্রদান শেষে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন),সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হক, শ্রেষ্ঠ আইসি হিসেবে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রাশেদুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই হিসেবে নেত্রকোনা মডেল থানার এসআই(নিঃ)/কুমোদলাল দাস,শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে (উঠান বৈঠক) বারহাট্টা থানার এসআই(নিঃ)/মোঃ হারুন অর রশিদ, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে সদর ট্রাফিক সার্জেন্ট /মমিনুল ইসলাম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে নেত্রকোনা মডেল থানার এএসআই(নিঃ)/মোঃ রাহিদুল ইসলাম,ও জেলায় এপ্রিল মাসের বিশেষ পুরপ্রমুখষ্কার প্রাপ্ত অফিসার হিসেবে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবুল কালাম পিপিএম,
ও পূর্বধলা থানার এএসআই, এনায়েত কবির
Leave a Reply