জ আমার মনটা দিলাম তোমার হাতে
যতন করে রেখো,হৃদয় মাঝে ছোট্ট করে
আমার ছবি এঁকো,স্বপ্ন দিলাম তোমাকে
আরও কতো দিলাম আশা,মনের মত
সাজিয়ে নিয়ো তোমার আমার ভালবাসা
প্রিয় তুমি কি জানো তুমি আমার কাছে কি
তুমি আমার হৃদয়ে থাকা এক সুপ্ত বাসনা
এক অপূর্ন ইচ্ছে একটি বারের জন্য আমার
অস্তিত্বকে খুব কাছে থেকে উপলব্ধি করার।
আমি জানি জীবনে হয়েতো তুমি অনেক
কিছু পাবে,আবার অনেক কিছু হারাবে
কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের
এমন কাউকে হারিওনা,যে তোমাকে তার
জীবনের চেয়েও অনেক বেশী ভালবাসে
যদি বলো আমায় মনে পরে তার কতবার
বলবো আমি চোখের পাপড়ি নড়ে যতবার
যদি তুমি বলো আমায় ভালবাসো কতোটা
আমি বলবো ওই আকাশে তারা আছে যতটা।
তাইতো আমার কাছে ফুলের মত দেখতে
তুমি,চাঁদের মতো হাঁসি,সত্যি করে বলছি
আমি,তোমায় অনেক অনেক ভালবাসি আমি
আমি যদি হারিয়ে যাই কোনোদিন সেদিন
আমার কথা মনে করে এক ফোটা জল
আসতে দিও তোমার এই চোখের কোনে
সেদিন যতই ডাকবে তুমি দেবোনা আমি সাড়া
হয়ে যাবো সেদিন আমি নীল আকাশের তাঁরা।
আমি বারবার ভালোবাসি এটাই আমি চাই
তুমি ছাড়া যে জগতে আপন আর কেহ নাই
আমি ভালবাসি শুধু ভালবাসি শুধু তোমায়
পর করোনা কোনদিন হে প্রিয় তুমি আমায়
তুমি আমার অবুঝ পাখি ভালবাসার জান
তোমায় ছাড়া কেমনে বাঁচে আমার এই প্রান
সত্যি তোমায় ভালবাসি ওগো আমার জান
তোমার জন্য দিয়ে দিবো আমার অবুঝ প্রান
Leave a Reply