শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

দুর্গাপুরে বিশ্ব মা দিবস পালিত

র্দুগাপুর প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১০৬ পঠিত

শেখ হাসনিার বারতা নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজলো প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে

রবিবার (১৪ মে) সর্বস্তররে অংশগ্রহনে নানা র্কমসুচীর মধ্যদিয়ে এদিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজলো পরিষদ মিলনায়তনে উপজলোর বভিন্নি এলাকা থেকে আগত মায়দেরে অংশগ্রহণে উপজলো মাধ্যমকি শক্ষিা র্কমর্কতা মো. মহেরে উল্লাহ এর সভাপতত্বিে ও একাডমেকি সুপারভাইজার মোহাম্মদ নাসরি উদ্দনিরে সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যরে মধ্যে আলোচনা করনে, উপজলো মহলিা বষিয়ক র্কমর্কতা ফাতমো তুজ জোহড়া, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, মেডিকেল অফিসার ফাহমিদা নাসনিন, উপজলো তথ্য র্কমর্কতা জান্নাত আর পপি প্রমুখ।

আলোচনা শেষে স্বপ্নজয়ী চার জন মাকে সম্মাননা স্মারক প্রদান শেষে মায়দেরে মাঝে বভিন্নি জাতের গাছরে চারা বতিরন করনে উপজলো সহকারী কমশিনার (ভূমি) মোহাম্মদ আরফিুল ইসলাম। এছাড়া উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেরে সহযোগীতায় এক হেলথ ক্যাম্পরে মাধ্যমে বনিামূল্যে মায়দেরে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News