বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

নেত্রকোনায় র্নাসিং শিক্ষার্থীদরে ৬ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠতি

স্টাফ রিপোর্টার: নুসরাত জাহান ইমা
  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৮৫ পঠিত

নেত্রকোনায় ডপ্লিোমা ইন পশেন্টে কেয়ার র্কোসকে ডপ্লিোমা ইন র্নাসিং সাইন্স এন্ড মডিওয়াইফারি র্কোসরে সমমান করার প্রতবিাদ সহ ৬ দফা দাবীতে মানববন্ধন প্রতবিাদ সমাবশে করেছে নেত্রকোণা ডপ্লিোমা ইন র্নাসিং সাইন্স এন্ড মডিওয়াইফারি র্কোসরে শিক্ষার্থী

বাংলাদশে ডপ্লিোমা স্টুডন্টে র্নাসসে ইউনয়িন (বডিএিসএনইউ)নেত্রকোণা র্নাসিং ইনস্টটিউিট এর উদ্যোগে রববিার (১৪ই মে ২০২৩) নেত্রকোণা জলো প্রসেক্লাবরে সামনে মানববন্ধন ও প্রতবিাদ সমাবশে অনুষ্ঠতি হয়েছে।

সংগঠনটরি সভাপতি ইসরাত নাজমুন জনেি ও সাধারন সম্পাদক হরিন ময়িা এর নতেৃত্বে কয়কে শতাধকি শিক্ষার্থী ব্যানার প্লর্কোড নয়িে এ র্কমসূচতিে অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা কারগিরি মুক্ত র্নাস ডপ্লিোমা র্নাসিংকে ডগ্রিী সমমান করা স্টাইপন্ডে বৃদ্ধি করা ও ইর্ন্টানভাতা নশ্চিতি করা।

সরকারি র্নাসিং এ ছেলে কোটা ১০% থেকে ২০% এবং প্রাইভেটে ২০% থেকে ৩০% করা।
ছলেদেরে আবাসকি হলরে ব্যবস্থা করা সহ বভিন্নি দাবীদাওয়া তুলে ধরে।

এসময় সনিযি়র সহ-সভাপতি আয়াতুল সহ-সভাপতি তামান্না আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক তানজলিা আক্তার সাংগঠনকি সম্পাদক কলি আক্তার সহ সংগঠনরে নতেৃবৃন্দ প্রিন্ট ও ইলকেট্রনক্সি মডিযি়ার সাংবাদকি বৃন্দ উপস্থতি ছলিনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News