না ফেরার দেশে চলে গেলেন নেত্রকোনা জেলার মদন উপজেলার কদমশ্রী (মনিকা) গ্রামের কৃতি সন্তান ও ক্যাম্পাস লাইভ ২৪ ডট কম পত্রিকার প্রধান সম্পাদক সাংবাদিক আজহার মাহমুদ (৫০)। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
রবিবার (১৪ মে) বিকেল ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে এক সপ্তাহ অসুস্থ হয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। আজহার মাহমুদ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন।
রবিবার (১৪ মে) রাত সাড়ে ৮টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে আজহার মাহমুদের জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মৃত্যুর আগে সাংবাদিক আজহার মাহমুদ দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করেছেন দৈনিক মানবজমিন এর- ক্রাইম রিপোর্টার হিসেবে, ভয়েজ অব আমেরিকার রিপোর্টার হিসেবে। এছাড়াও তিনি ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক।
উনার মৃত্যুতে উনার পরিবারের লোকজনসহ মদন উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে দেখা দিয়েছে শোক এর মাতুন। উনার কৃতিত্বের জন্য শ্রদ্ধা ভরে স্মরণ করছেন মদন উপজেলার সর্বস্তরের মানুষ।
এদিকে তার অকাল মৃত্যুতে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি ও ক্র্যাব পরিবার তাৎক্ষণিক এক শোকবার্তা জানিয়েছে। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা আজহার মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন
Leave a Reply