রাজধানীর মিরপুর ঢাকা-১৪ আসনে ১০টি কলেজ, ২৫টি উচ্চবিদ্যালয়, ১২টি প্রাথমিক বিদ্যালয়, ২৩৫টি কিন্ডারগার্টেন ও ১০টি মাদরাসার ১২ শতাধিক শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৪ মে ২৩) বিকাল ৫ টায় হযরত শাহ্ আলী মহিলা কলেজ প্রাঙ্গণে “শিক্ষা পরিবার ঢাকা-১৪” আয়োজনে ‘শিক্ষার জন্য আমরা’ স্লোগান নিয়ে শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি। শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে সমাবেশটি মিলন মেলায় পরিণত হয়।
শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি বলেন, শিক্ষকেরা সমাজ ও জাতি গঠন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন।
শিক্ষার্থীদের নৈতিক আদর্শ গঠনে শিক্ষকদের ভুমিকা রাখতে হবে। সুশিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। তথ্য প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। পরিবারের শাসন থেকে অধিকাংশ শিক্ষার্থীরাই মাদকাসক্ত ও মোবাইলের গেইম আসক্ত হয়ে পড়ছে। তাই জাতি ও সমাজ গঠনে তাদের শিক্ষার মাধ্যমে সঠিক পথে ফেরাতে হবে। যেকোনো দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই।
উক্ত মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশে হযরত শাহ্ আলী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ময়েজ উদ্দিনের সভাপতিত্বে মডেল একাডেমির প্রধান শিক্ষক শুভাশীষ বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরকারি বাঙালা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর নুর ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুবুর রহমান, ঢাকা কমার্স কলেজের সহকারী অধ্যক্ষ প্রফেসর ওলিউল্লাহ, “শিক্ষা পরিবার ঢাকা-১৪” প্রতিষ্ঠাতা সভাপতি ও মিরপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, শাহ্ আলী মহিলা কলেজের কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মুরাদ হোসেন, বশির উদ্দিন স্কুল এন্ড কলেজের কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হায়দার আলী খান বহুলুল, হযরত শাহ্ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাজহারুল কবীর মিধাত, কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবির চৌধুরী মুকুল, ঢাকা-১৪ আসনের কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদরাসার ১২ শতাধিক শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য অংশ নেন।
Leave a Reply