নত্রেকোনার কলমাকান্দায় একটি হত্যা মামলার প্রধান আসামি মো. রফকিুল ইসলামকে (৪০) গ্রপ্তোর করা হয়ছে।লেঙ্গেুরা এলাকা থকেে আজ রোববার ভোরে তাঁকে গ্রপ্তোর করে ময়মনসিংহ র্যাব-১৪-এর একটি দল।
র্যাব-১৪-এর সনিযি়র সহকারী পরচিালক (অপারশেন ও মডিযি়া) মো. আনোয়ার হোসনে এ তথ্য নশ্চিতি করছেনে।
গ্রপ্তোর মো. রফকিুল ইসলাম ময়মনসিংহ জলোর ধোবাউড়া উপজলোর দক্ষণি গামারীতলা গ্রামরে মো. আব্দুর রশদিরে ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ৩ র্মাচ ময়মনসিংহের ধোবাউড়ায় লস্কর আলীকে (৬৩) বাড়ি থকেে ডকেে নয়িে চারুয়া বলিরে ধানখতেরে পাশে ছুরকিাঘাত করে মৃত ভবেে ফলেে রখেে যান রফকিুল। পরদনি জ্ঞান ফরিলে নজিকেে ধানখতেে আবষ্কিার করনে লস্কর। রক্তাক্ত শরীর নয়িে বাড়তিে এসে পরবিাররে সদস্যদরে কাছে ঘটনার কথা জানান। তাৎক্ষণকিভাবে চকিৎিসার জন্য ময়মনসিংহের মডেকিলে কলজে হাসপাতালে র্ভতি করা হয় তাঁক।সেখানে চকিৎিসাধীন অবস্থায় গত ৫ মে ভোরে মৃত্যুবরণ করনে তিনি।
এ ঘটনায় লস্কর আলীর স্ত্রী রহমিা বগেম বাদী হয়ে মো. রফকিুল ইসলামকে প্রধান আসামি করে ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়রে করনে। তবে ঘটনার পর থকেে রফকিুলসহ অন্য আসামরিা পলাতক ছলিনে। গোপন সংবাদরে ভত্তিতিে রোববার ভোরে নত্রেকোনার কলমাকান্দার লঙ্গেুরা থকেে তাঁকে গ্রপ্তোর করা হয়।
র্যাব-১৪-এর সনিযি়র সহকারী পরচিালক (অপারশেন ও মডিযি়া) মো. আনোয়ার হোসনে বলনে, রফকিুল প্রাথমকি জজ্ঞিাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করছেনে।
আজ রোববার সকালে তাঁকে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে
Leave a Reply