বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

খালিয়াজুরীতে সহায় সম্বলহীন মাঝে নগদ এককালীন অনুদানের অর্থ বিতরণ

খালিয়াজুরী প্রতিনিধ :
  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৭৪ পঠিত

নেত্রকোনার খালিয়াজুরী হাওরাঞ্চলে সহায় সম্বলহীনদের মাঝে এককালীন অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে অর্থ মন্ত্রণালয়ের (আর ই এল আই) প্রজেক্টরের আওতায় নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ও মেন্দিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাসরত অসহায় হতদরিদ্র ৮ শতাধিক পরিবারের কাছে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

অর্থ বিতরণ উপলক্ষে শনিবার দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর পশ্চিম পাড়ায় এক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় প্রশাসন। এতে উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব সাজ্জাদুল হাসান।

এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দিনেও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগ সভাপতি অজিত বরন সরকার ,সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক,সাবেক উপজেলা চেয়ারম্যান সামচ্ছুজ্জামান তাং সোয়েব সিদ্দিকী, মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ,মোহনগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান দিলিপ দত্ত,খালিয়াজুরী উপজেলা ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, কেন্দ্রীয় মৎসজীবিলীগের সাংগঠনিক সম্পাদক আর্নিক খান সহ আওয়ামীলীগ,সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, খালিয়াজুরী ও মেন্দিপুর ক্লাস্টারে ১৯শ ২২জন উপকারভোগীর মাঝে এক হাজার ৬০ জনকে নয় হাজার করে ১কোটি ৭২ লাখ ৯৮ হাজার টাকা বিতরণ করা হচ্ছে। যার মধ্যে এ পর্যন্ত ৯৫ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News