বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

বান্দরবানের ৩ উপজেলায় ভ্রমণে ফের নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৬৪ পঠিত

নিরাপত্তার স্বার্থে বান্দরবানের তিন উপজেলায় আবারও পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলার রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তি দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। এতে স্বাক্ষর করেছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থানীয় ও বিদেশী পর্যটক ভ্রমণ এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে জেলার অন্যান্য উপজেলায় পর্যটক ভ্রমণে বাধা নেই। এরআগে, রুমা উপজেলায় নিষেধাজ্ঞা বহাল রেখে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রোয়াংছড়ি ও থানচি উপজেলার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রশাসন।

পাহাড়ে আইন শৃঙ্খলা বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তায়, গত বছর ১৮ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্ঠকালের জন্য পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।

এরপর ধারাবাহিকভাবে থানচি ও আলীকদম উপজেলাও নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরবর্তীতে দফায় দফায় উপজেলা ভিত্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনঃরায় নিষেধাজ্ঞা আরোপ করে আসছে প্রশাসন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News