বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

নেত্রকোনা-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আ’লীগ-বিএনপির ভোটে মাঠে

স্টাফ রিপোর্টার :
  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৫২ পঠিত

নেত্রকোনার হাওরাঞ্চল অধ্যুষিত মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী এই তিন উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ১৬৪, নেত্রকোনা-৪ আসনটি। আগামী(২৩ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর পাশাপাশি বিএনপির একক প্রার্থী হিসেবে বাবর পত্নীর তৎপরতা শুরু হয়েছে। এলাকায় বইছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। তিন উপজেলা সদর থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে শোভা পাচ্ছে মনোনয়ন প্রত্যার্শীদের ছবি সম্বলিত পোষ্টার, বিলবোর্ড এবং ব্যানার।

প্রার্থীরা নিজেদের জানান দিতে এলাকায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠানে ঘন ঘন অংশগ্রহন করছেন। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যার্শীদের মাঝে আলোচনায় রয়েছেন এলাকার দৃশ্যমান উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষনা উপ-কমিটির সম্মানিত সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, তিনবারের এমপি রেবেকা মমিন, বর্তমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদস্য শফি আহমেদ। বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন কারান্তরীন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহধর্মীনি তাহমিনাজ্জামান শ্রাবণী, কৃষিবিদ আবদুল্লাহ আল ফারুক,এড. মাসুদ রানা চৌধুরী, ও সিপিবির প্রার্থী জলি তালুকদার।

দলীয় এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এ আসনে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মমিন খানের সহধর্মীনি রেবেকা মমিন এমপি নির্বাচিত হয়েছেন। তিনি টানা তিনবার নির্বাচিত হলেও এলাকায় আশানুরূপ উন্নয়ন হয়নি। ২০০৮ সাল থেকে তিন উপজেলায় আ’লীগের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ে। দলের অভ্যন্তরে বিরোধ মাথাচাড়া দিয়ে উঠার সুযোগে অনেকেই অনুপ্রবেশ করে স্থানীয় এমপির ছাত্রছায়ায় থেকে আ’লীগের ত্যাগী নেতাকর্মীদের ওপর চড়াও হতে শুরু করেন। এলাকায় আওয়ামী লীগের দীর্ঘদিনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে চলতি বছরের ১১ এবং ১৯ সেপ্টেম্বর। মদন ও খালিয়াজুরী উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বর্তমান এমপির আস্থাভাজন সভাপতি-সম্পাদক প্রার্থীরা আ’লীগের জনপ্রিয় নেতাদের কাছে পরাজিত হয়েছেন।

এ আসনে আ’লীগের প্রার্থীদের মাঝে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন এলাকার দৃশ্যমান উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষনা উপ-কমিটির সম্মানিত সদস্য সাবেক সচিব সাজ্জাদুল হাসান। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। মোহনগঞ্জের কৃতিসন্তান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক গণপরিষদ সদস্য মরহুম ডা. আখলাকুল হোসাইন আহমেদের সুযোগ্য সন্তান সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের প্রচেষ্ঠায় প্রায় ৭ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ জেলায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রকল্পগুলোর মধ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা মেডিকেল কলেজ, হাওরের ফসল রক্ষা বাঁধ, সংস্কৃতি ও পর্যটন শিল্পের বিকাশ, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গৃহীত প্রায় ৭ হাজার কোটি টাকার প্রকল্প। এরমধ্যে দুই হাজার ৬৩৭ কোটি ৪০ লাখ টাকার প্রকল্প শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয়।

এ জন্য ৫০০ একর জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ। জমিতে বালু ভরাটের কাজ চলছে। নেত্রকোনা মেডিকেল কলেজ ভবন ও আবাসনের জন্য ৫০ একর ভূমি অধিগ্রহণ এবং শিক্ষার্থীদের সুবিধার্থে ২৫০ শয্যা হাসপাতালের অবকাঠামো নির্মাণ, ২৫৭ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনার চল্লিশা বাগরা-মেদনী-রাজুরবাজার সংযোগ সড়ক, ৩১৬ কোটি টাকা ব্যয়ে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক, ৩১০কোটি টাকা ব্যয়ে ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়ক, ১০৪ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক প্রসস্তকরণ, ২৮২ কোটি টাকা ব্যয়ে মহেষখলা-কলমাকান্দা-দুর্গাপুর সীমান্ত সড়ক ও ২৭টি ব্রিজ নির্মাণ, ২৬১ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনা-বিশিউড়া সড়ক, ৯২ কোটি টাকা ব্যয়ে মদন খালিয়াজুরী সাব-মার্জেবল সড়ক, ৫৪ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনা হুগলা সড়ক, হাওরের রাজধানীখ্যাত মোহনগঞ্জকে
নান্দনিক শহরে রুপান্তরিত করতে ৩৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে শৈলজারঞ্জণ সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, ২৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে শিয়ালজানী খাল খনন ও সৌন্দয্যবর্ধণ, ৭৮ কোটি টাকা ব্যয়ে কংশ নদ খনন, মোহনগঞ্জ –ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালু, ৫০ কোটি টাকা ব্যয়ে ডিঙ্গাপোতা হাওরে ফসল রক্ষা হাইজদা বাঁধ নির্মাণ, ৯ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে আদর্শনগর পর্যটন কেন্দ্র বাস্তবায়ন, মোহনগঞ্জ পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীতকরণ, ৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মোহনগঞ্জ ট্রাক স্ট্যান্ড, পৌরসভার ময়লা আবর্জনা অপসারণ ব্যবস্থাসহ ৭২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মোহনগঞ্জ পৌরসভার উন্নয়ন, ৩ কোটি টাকা ব্যয়ে সাপমারা খাল খনন, আদর্শনগরে শহীদ স্মৃতি মহাবিদ্যালয় স্থাপন, মোহনগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে ডাবল শিপ্ট চালুকরণ, মোহনগঞ্জ এক্সপ্রেস ৭৮৯-৭৯০ নতুন ইন্দোনিশিয়ান আরামদায়ক কোচ চালু, ৪৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ডিঙ্গাপোতা হাওরের অভ্যন্তরে খাল পু:ন খনন ও ফসল পরিবহন ব্যবস্থার উন্নয়ন, বাউল সাধক উকিল মুন্সি স্মৃতি কেন্দ্র, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের বহুতল ভবন, মোহনগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণসহ বিভিন্ন প্রকল্প রয়েছে। এ আসনের তিন উপজেলাবাসীর মাঝে সাজ্জাদুল হাসান ব্যাপক জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন।

আরও জানা যায়, এই আসনে প্রবীণ ব্যক্তি ও মুক্তিযোদ্ধা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন মমতাজ হোসেন চৌধুরী। তিনি মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা এবং কেন্দ্রীয় আওয়ামী শিল্প ও বানিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য মমতাজ হোসেন চৌধুরী। করোনা কালীন সময়ে তিনি এই আসনের সকল ইউনিয়নের মধ্যে খাবার বিতরণ সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে গেছেন। বিভিন্ন স্কুল মাদ্রাসা ও এতিমখানা, দুস্থ অসহায় নিরীহ বঞ্চিত মানুষের পাশে সাহায্য ও সেবা বিলিয়ে দিয়েছেন। সদা হাস্যজ্জল ও অমায়িক মনের মানুষ হিসেবে গরিব, দুঃখী ধনী-দরিদ্র তার কাছে কোনো প্রকার ভেদাভেদ নেই।

যে কোন জায়গায় যে কোন সাধারণ মানুষকে সবার আগে সালাম দেয়া ও পরিবারের খোঁজ খবর নেয়া, বুকের মাঝে জড়িয়ে ধরা, তার যেন স্বভারের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।তাছাড়াও তিনি বর্তমান নবীন ও প্রবীণ প্রজন্মের মাঝে তিনি এক ভালোবাসার আইকন হিসেবে পরিচিতি লাভ করেছেন। সেই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন পালন ও ধারণ করে তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালীতে রূপান্তরিত করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ- কমিটির সদস্য। তার ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণায় জনগণের মাঝে নতুন উন্মাদনা সৃষ্টি করছেন।

মমতাজ হোসেন চৌধুরী এই আসনের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে গড়া এক মুজিব সৈনিক আমি একজন মুক্তিযোদ্ধা।

দেশকে ভালোবাসা এবং সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ হওয়া , নিজেকে বিলিয়ে দেয়ার সুযোগটুকু জন্মের পর থেকেই আমার পরিবারের কাছ থেকে শিক্ষা পেয়েছি। আমার প্রাণের দেশ এবং প্রাণের সাধারণ মানুষদের কাছ থেকে নেয়ার মতো কোনো কিছুই নেই, আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহর দরবারে, তিনি আমাকে অনেক কিছুই দিয়েছেন। এখন শুধু আমার দেয়ার সময়। আমার ধন-সম্পদ সহ আমি নিজেকে বিলিয়ে দিতে চাই দেশ ও সাধারণ মানুষের তরে। আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন আমি যেন সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। এটাই আমার মূল-প্রত্যয় এটাই আমার প্রাণের আশা। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের রূপরেখার উন্নয়নের অংশীদার হতে চাই।

এ আসনে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন খালিয়াজুরী উপজেলার সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদস্য শফি আহমেদ। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ঘন ঘন যাতায়াত করছেন। তিনি বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

আরও জানা যায় এই আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার মনোনয়ন প্রত্যাশী।

এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ভোটের মাঠে আলোচনায় রয়েছেন কারান্তরীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহধর্মীনি তাহমিনাজ্জামান শ্রাবণী।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীর্ষ প্রতিকে প্রতিদ্বন্ধিতা করেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় ঐক্যজোট প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-প্রকাশনা সম্পাদক লুৎফুজ্জামান বাবর এ আসনে নির্বাচিত হয়ে স্বারাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই সময়ে বেকারত্ব দূরীকরনে এলাকার অসহায়দের বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ সৃষ্টিতে সহযোগিতা করায় বাবর ব্যাপকভাবে আলোচনায় আসেন। স্বামীর অনুপস্থিতিতে নির্বাচনী এলাকার দলের নেতা কর্মীদের সবসময় খোঁজ খবর নিচ্ছেন বাবরপত্নী তাহমিনাজ্জামান শ্রাবণী। এলাকাবাসীর ধারনা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে ভোটের মাঠে আওয়ামীলীগ এবং বিএনপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News