নেত্রকোনার ভারতীয় সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-১ আসনে আগামী (২৩ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামীলীগ। অপরদিকে সর্বশেষ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর হতে বিএনপির হাতছাড়া হওয়া জেলার গুরুত্বপূর্ন এ আসনটি পুনরুদ্ধারের লক্ষে বিএনপি তৃনমূলে সাংগঠনিক অবস্থা দিন দিন বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যার্শী প্রার্থীদের মধ্যে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন মানু মজুমদার এমপি, কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহ মো. ফখরুল ইসলাম ফিরোজ, দূর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি এমদাদুল হক খান, দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরহুম জালাল উদ্দিন তালুকদারের সুযোগ্য কন্যা জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি সাবেক এমপি মরহুম জালাল উদ্দিন তালুকদারের ছেলে আ’লীগ নেতা শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল, দূর্গাপুর উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, দূর্গাপুর উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান, আ’লীগ নেতা ব্যারিস্টার শাহ মোহসিন, সাবেক ছাত্রনেতা এরশাদুর রহমান মিন্টু, কেন্দ্রীয় আ’লীগ উপ-কমিটির জনসংখ্যা বিষয়ক সদস্য রোটারিয়ান আতাউর রহমান আঁখির।
এদিকে বিএনপির মনোনয়ন প্রত্যার্শীদের মধ্যে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. মো. হামিদুর রহমান রাশেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক এজিএস অধ্যাপক সৈয়দ মাজহারুল হক সোহাগ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট। এ আসনে সিপিবির একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ডা. দিবালোক সিংহ এবং জাতীয় পার্টির একক সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন জেলা ছাত্রসমাজের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন শান্ত।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক হুইপ এম.এ করিম আব্বাসী এমপি নির্বাচিত হয়েছেন। পরবর্তী তিনটি জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আ’লীগ মনোনীত প্রার্থীরা টানা জয়লাভ করেছেন। এক সময়ের অবহেলিত এ আসনটিতে আ’লীগের টানা তিনবার জয়লাভে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার দৃশ্যপট পাল্টে গেছে।
এ আসনে প্রতিরোধযোদ্ধা মানু মজুমদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর এলাকায় অবস্থান করে নিয়মিত উন্নয়ন কাজের তদারকি করছেন। মানু মজুমদার এমপি ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে অংশ গ্রহন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রতিরোধ যুদ্ধে সক্রিয় এবং দলীয় কাজে অংশ গ্রহনের কারনে তিনি ফাঁসির আদেশপ্রাপ্ত হয়েছিলেন। পরবর্তীতে ফাঁসির আদেশ মওকুফপ্রাপ্ত হয়ে ৯ বছর কারাবরণ করেন। তিনি বাংলাদেশ প্রতিরোধযোদ্ধা কেন্দ্রীয় পরিষদের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার উন্নয়নের রূপকার জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি প্রতিরোধযোদ্ধা মানু মজুমদার এমপি দুই উপজেলার ইউনিয়ন পর্যায়ে কর্মী সমাবেশ, মতবিনিময়সভাসহ নিয়মিত জনসংযোগ করছেন।
আ’লীগের মনোনয়ন প্রত্যার্শী কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মো. ফখরুল ইসলাম ফিরোজ আ’লীগের দুঃসময়ের কান্ডারী জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। তিনি স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সম্মানিত সদস্য এবং ময়মনসিংহ শহর স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে রাজপথের আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। তিনি কলমাকান্দা উপজেলা পরিষদের বিগত নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। কলমাকান্দা উপজেলা পরিষদের মাধ্যমে ৫ বছর দায়িত্ব পালনকালে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন কাজ সফলভাবে বাস্তবায়নে শাহ মো. ফখরুল ইসলাম ফিরোজ অবদান রেখেছেন। তিনি বিগত নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
আ’লীগের মনোনয়ন প্রত্যাশী দূর্গাপুর উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ও দূর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক খান উপজেলা আ’লীগের তৃনমূলে বেশ পরিচিত এবং জনপ্রিয় একজন নেতা। উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মরহুম জালাল উদ্দিন তালুকদারের কমিটিতে তিনি টানা ২৭ বছর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে তিনি এলাকার উন্নয়নে সফলতার স্বাক্ষর রেখেছেন। উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনসহ দূর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে তিনি ব্যাপক প্রচার প্রচারনাসহ জনসংযোগ করে প্রার্থীদের জয়লাভ করিয়েছেন।
আ’লীগের একক নারী প্রার্থী হিসেবে এ আসনে আলোচনায় রয়েছেন দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর দূর্গাপুর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি তিনবারের সাবেক এমপি মরহুম জালাল উদ্দিন তালুকদারের কন্য। উপজেলা আ’লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার বিগত উপজেলা নির্বাচনে জয়লাভের পর থেকে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন।
আ’লীগের মনোনয়ন প্রত্যাশী দূর্গাপুর উপজেলা আ’লীগের সাবেক সাধারন
Leave a Reply