বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

অসুস্থ স্বামীর আহাজারি,, এমন স্ত্রী যেন আল্লাহ কাউকে না দেয়

নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৬৭ পঠিত

তিনি ছিলেন খান গ্রুপ অব কম্পানির ডিরেক্টর ছিলেন৷ লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের বাংলা মিডিয়াম এর টিচার। দুই কন্যাসন্তান আছে। আজ পরিবার সব হারিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন।

ভেবেছিলাম হয়তো হারিয়ে গিয়েছে সবাই। অনেক কষ্টে পরিবার খুঁজে বের করেছিলাম এক বুক আশা নিয়ে। কিন্তু খুঁজে পেয়ে আরো কষ্ট হচ্ছে, কেন খুঁজতে গেলাম। তারা জানিয়ে দিয়েছে তারা কোন দায়িত্ব নিতে পারবে না। ব্রেন স্ট্রোক করে প্যারালাইসড হওয়ার পর বউ তাকে ডিভোর্স দিয়েছে দেড় বছর আগে৷ মেয়ে মাইলস্টোনে পড়ে।

আমাকে রিকোয়েস্ট করলো ওনার ক্যারিয়ার নষ্ট হবে এগুলো জানাজানি হলে। ওদের পক্ষে বাবার কাছে আসা সম্ভব না। ভদ্রলোক এর ভাই বোন ইন্ডিয়া থাকে৷ তাদের খুজে পাইনি। হসপিটাল থেকে ডাক্তার বললো পুরোপুরি সুস্থ হওয়া আর সম্ভব না। একভাবে শুয়ে থাকতে থাকতে শরীরের একপাশে পচন ধরে গেছে। যতটুকু সুস্থ করা যায় চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেলে সার্জারি বিভাগে। এরপর বেঁচে থাকলে ফরিদপুর বৃদ্ধাশ্রমে দিয়ে দিব।

জীবন বড় অদ্ভুত, বড়ই নিষ্ঠুর। কার লাগিয়া করছো তুমি এত আয়োজন!

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News