রাজধানীর মিরপুরে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৪ টায় জনসংযোগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি।
উক্ত মতবিনিময় সভায় শাহ্ আলী মহিলা কলেজের অধ্যক্ষ ময়েজ উদ্দিনের সভাপতিত্বে মডেল একাডেমির প্রধান শিক্ষক সুবাসিষ বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন অন্যান্য শিক্ষকবৃন্দ।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়াও শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে ঢাকা-১৪ আসনের শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় ঢাকা-১৪ আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অংশ নেন
Leave a Reply