নেত্রকোনার দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যা করে সাত গরু লুটের ঘটনায় আরও ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক,গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুরিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।আজ সোমবার নেত্রকোনার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে গত রোববার গাজীপুর মহানগর ও সিরাজগঞ্জ জেলার সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: শ্রী কৃষ্ণ দাস (৪২),মোঃ মিন্টু মিয়া (৩২), মোঃ হুকুম আলী (৫৭), ফজলু মিয়া (৪৫), মো. ইউনুস আলী (৪৫)।
পুলিশ সুপার বলেন : গত ৫ মার্চ রাতে জেলার দুর্গাপুরে ‘হাবিবুল্লাহ ফিশারীজ এন্ড ডেইরি ফার্মে’র পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে ৭টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনার রহস্য উদঘাটন ও অভিযুক্তদের ধরতে মাঠে নামে পুলিশ। এদিকে এ ঘটনায় থানায় হত্যা ও ডাকাতির মামলা হয়।
পরে ১০ মার্চ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে এই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকতৃরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক,গরু বাঁধার রশি,সেলাইস,স্টিলের কাটার, চাইনিজ কুড়াল,দা,স্টিলের ছুরিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধা কর হয়েছে। এ মামলায় মোট ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অপর আসামিদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।জানা গেছে: গত ৫ মার্চ রাতে জেলার দুর্গাপুরে ‘হাবিবুল্লাহ ফিশারীজ এন্ড ডেইরি ফার্মে’র পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে ৭টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
এ ঘটনায় ১০ মার্চ দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল আওয়ালসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে যুবদল নেতা মোঃ আব্দুল আওয়ালকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যে গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে আরও ৫ ডাকাততে গ্রেপ্তার করে পুলিশ।
Leave a Reply