আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নেত্রকোনা সদর উপজেলা ৪নং সিংহের বাংলা ইউনিয়নে বসবাসরত হতদরিদ্র পরিবারের মধ্যে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি বিজিএফ বরাদ্দকৃত চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ (২২ মার্চ) শনিবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে ৪নং সিংহের বাংলা ইউনিয়নে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৪নং সিংহের বাংলা ইউনিয়নের প্রশাসক মো.আব্দুর রহমান ও উক্ত ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. রাশিদুল হাসান।
এ সময় কর্মকর্তারা বলেন : আজ সকাল থেকেই হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত বিজিএফ চাল বিতরণে ইউনিয়নে বসবাসরতদের খুঁজে বের করে স্বচ্ছ তালিকা করা হয়েছে। এবার ঈদুল ফিতরকে সামনে রেখে প্রায় ২১শত ৮৬ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
Leave a Reply