বুধবার, ১৮ জুন ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

কাশিয়ানীতে ফেন্সিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাসষ্টান্ড থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আইন্তা পশ্চিম পাড়ার মো. জাকির হোসেনের স্ত্রী ফারহানা আক্তার (৩০), হাসান মিয়ার স্ত্রী ফারজানা ইসলাম (৩৫) ও মৃত আশরাফ হোসেনের স্ত্রী ডলি বেগম (৪৫)।

গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ভাটিয়াপাড়া গোলচত্তরের নড়াইল এক্সপ্রেস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৬।

র‌্যাব সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

পরে আজ বুধবার (৬ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার পরিদর্শক মো. শফি উদ্দিন খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News