নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে একটি মাছের খামারের দ্বিতল বাড়িতে থাকা জঙ্গি আস্তানায় ২৯ ঘণ্টা অভিযান চালানোর পর তা সমাপ্তির ঘোষণা দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন রোববার বিকেল পৌনে ৬টার দিকে অভিযান শেষ হওয়ার ঘোষণা দেন। এর আগে শনিবার দুপুর ১টার দিকে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। এরপর থেকে সেখানে এন্টি টেররিজম,সোয়াট,বোম্ব ডিসপোজাল টিমসহ বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক পুলিশ সদস্য অভিযান চালায়।
এছাড়াও শনিবার রাতে নেত্রকোণা পৌর শহরের বনোয়াপাড়া এলাকায় একটি বহুতল ভবন ঘিরে রাখে পুলিশ। পরে ভবনটির তৃতীয় তলার একটি ফ্লাটে তল্লাশি চালালেও পুলিশ তেমন কিছু পায়নি।
অভিযান শেষ হওয়ার ঘোষণা দিয়ে ডিআইজি শাহ আবিদ হোসেন বলেন: নরসিংদীতে অস্ত্রসহ আরিফ নামে এক ব্যক্তি আটকের পর তার দেয়া তথ্যের সূত্র ধরে এই অভিযান চালানো হয়। এটি জঙ্গিদের একটি প্রশিক্ষণ শিবির।
অভিযানে পিস্তল, গুলি, ল্যাপটপ,ওয়াকিটকি, মোবাইল, রামদা, জিহাদি বইসহ ৮০ ধরনের মালামাল জব্দ করা হয়েছে। অভিযানের সময় দুটি শক্তিশালী আইইডি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। প্রায় তিন একর জমি জুড়ে থাকা উঁচু প্রাচীর ঘেরা বাড়িটিতে জঙ্গিরা বেশ কিছুদিন ধরে বসবাস করে আসছিল বলে জানা গেছে।
Leave a Reply