আজ পূর্বধলা থানা প্রাঙ্গণে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় পর্যায়ের সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নেত্রকোণা পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ পিপিএম-সেবা
উক্ত ব্রিফিং প্যারেডে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় পর্যায়ের সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে ব্রিফিং প্যারেড উপলক্ষে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
জনগণের জানমাল রক্ষায় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করবে। নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই,) সকল অফিসার/ফোর্সগণকে দিকনির্দেশনা প্রদান সহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন পুলিশ সুপার।
উক্ত ব্রিফিং প্যারেডে জনাব মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,খালিয়াজুরি সার্কেল, সহকারী পুলিশ সুপার,দুর্গাপুর সার্কেল জনাব মোঃ আক্কাছ আলী,পূর্বধলা থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply