চলমান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে নেত্রকোনায় তিনটি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এর মাঝে নেত্রকোনা সদর, পূর্বধলা ও বারহাট্টা উপজেলায় আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২য় ধাপে নেত্রকোনার তিন উপজেলায় নির্বাচন উপলক্ষে প্রতি কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২০ মে দুপুরে সদর উপজেলার হলরুম থেকে প্রিসাইডিং অফিসারের নিকট ব্যালট, বক্সসহ সকল নির্বাচনী সামগ্রী তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া তাবাসসুম।
এসময় জেলা রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান বলেন: উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। সেই লক্ষ্যে ২য় ধাপের ভোটের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও বারহাট্রা ও পুর্বধলা উপজেলা থেকে প্রিসাইডিং অফিসারের নিকট নির্বাচনী সামগ্রী তুলে দেন স্ব স্ব রিটার্নিং কর্মকর্তাগণ। তিনটি উপজেলার ৩০টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৫৮৪ জন।
এরমধ্যে নারী ভোটার ৩ লাখ ৬৭ হাজার ৭৮৭ জন এবং পুরুষ ভোটার ৩ লাখ ৭৮ হাজার ৭৮৫ জন। ২১ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৫৩টি ভোট কেন্দ্রের ১ হাজার ৯৫৮টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply