সারাদেশের ন্যায় নেত্রকোনা জেলা পুলিশ সুপারের নির্দেশে আটপাড়া থানার দক্ষ অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান ও এসআই গৌতম চন্দ্র সেন ও সঙ্গীয় ফোর্স সহ আটপাড়া উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম চালু করেছেন আটপাড়া থানা পুলিশ।
সোমবার (২০ মে ) বিকাল ৪ টায় এ অভিযানের উদ্বোধন করেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ
মোহাম্মদ তাওহীদুর রহমান।
এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে সচেতন মূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়েছে। পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন: উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ,দৈনিক বাংলার দর্পনের আটপাড়া উপজেলা প্রতিনিধি আমীর খান ওয়াসীম, দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরী সহ সকল সাংবাদিকবৃন্দ, এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ
মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন: জনগণ, মোটরসাইকলে আরোহীগণ হেলমেটবিহীন মোটরসাইকেল চালিয়ে রাস্তায় দূর্ঘটনা কবলিত হয়ে
গুরুতর আহত হয়ে এমনকি মৃত্যুবরণ করছে। সকলেই যেন হেলমেট পরিধান করে এবং নিজের জীবনের
নিরাপাত্তার জন্য হেলমেট জরুরী প্রয়োজন, তাই আমরা নেত্রকোনা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা আটপাড়া বিভিন্ন পেট্রোল পাম্পে সচেতন মূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি।
Leave a Reply