সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

নেত্রকোনায় পল্লী বিবিদ্যুৎ সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৭ পঠিত

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করব,আলোকিত বাংলাদেশ গড়বো এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় পল্লী বিদ্যুৎ সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজেন্দ্রপুর অফিস প্রাঙ্গণে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি এ সভার আয়োজন করে।

নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় সমিতির সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন,পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাসুম আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন : সমিতি বোর্ডের সহ-সভাপতি সত্যজিৎ সরকার,সচিব শরিফ আল মারুফ, কোষাধক্ষ্য নিনা নাসরিন,এলাকা পরিচালক মো. ফজলুল হক, মনোনীত এলাকা পরিচালক মো. শেখ কামাল, মো.আব্দুল গণি আকন্দ, সৈয়দ মোহাম্মদ মাকসুদুল হক,নুরজাহান আখতার খানম, মোছা.সফুরা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন: নেত্রকোণায় ১৯৯৪ সালে সমিতির কার্যক্রম শুরু হয়। বর্তমানে জেলার ১০ উপজেলাসহ পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলা ধর্মপাশা ও মধ্যনগর থানায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। এর মধ্যে আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সেচ, দাতব্য প্রতিষ্ঠানসহ মোট ৬,৩২,১৭২ জন গ্রাহকদের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

ফলে এলাকায় কৃষি,শিল্প,শিক্ষা,স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও সাংস্কৃতিক পরি মণ্ডলে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সমাবেশে বক্তারা,নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News