মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যা করে গরু লুটের ঘটনায় আরও ৫ ডাকাত গ্রেপ্তার।  নেত্রকোনা ৪নং সিংহের বাংলা ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণ শুরু  কেন্দুয়ায় খালের পাড় থেকে ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার  আটপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১ আহত ৪ নেত্রকোনায় সচেতন যুব ও ছাত্র সমাজের উদ্যোগে মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন  নেত্রকোনায় মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন  নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে কথিত মানবসেবক ও কবিরাজ গ্রেফতার উৎসবমুখর পরিবেশে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত  খালিয়াজুরীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ*র্ষ ধনু নদী থেকে ৩ জনের লা*শ উ*দ্ধার।  নেত্রকোনা জেলা প্রেসক্লাব দ্বিবার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিল

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে যুগান্তর অতুলনীয়- মেহের আফরোজ চুমকি

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধ :
  • আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০১ পঠিত

দৈনিক যুগান্তরের ২৪ বছর পূর্তি ও পঁচিশে পদার্পণ উপলক্ষে পূর্বাচল ক্লাব চত্তরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উন্নত দেশ গড়ার সহযাত্রী যুগান্তর, দেশ ও দেশের মানুষের উন্নয়নে যুগান্তর সক্রীয় ভূমিকা রেখেছে।পাঠকপ্রিয়তার শীর্ষে এ পত্রিকাটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠার প্রতীক। অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে আপসহীন ও জাতি গঠনে কাজ করছে যুগান্তর।

শুক্রবার বিকালে পূর্বাচল ক্লাব চত্বরে কালীগঞ্জ, কাপাসিয়া ও পূবাইল যুগান্তর পরিবারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের অর্থ-বিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক।
যুগান্তরের প্রতিনিধি আব্দুল গাফফারের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুস ছালাম শান্ত ও খোরশেদ আলম খানের পরিচালনায়

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জামালপুর কলেজের সভাপতি ইন্জিনিয়ার মাসুদুর রহমান, মো.মাশরুর রহমান, স্বপ্না সাথী,উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরীর,কালীগঞ্জ পৌরসভার মেয়র এসএম রবীন হোসেন, বিশিষ্ট শিল্পপতি আলমগীর হোসেন খান, ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান অলিউল ইসলাম অলি,
পূর্বাচল ক্লাবের নির্বাহী পরিচালক শাহ আলম, হাবিবুর রহমান,,আমিনুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল ইসলাম সেলিম, বজলুর রহমান, কাজী বশির উদ্দিন, আবু নাসের মহন।

এ সময় উপস্থিত ছিলেন: দৈনিক প্রথম কথার প্রতিনিধি আলমগীর কবীর, রূপালী দেশের তুষার ইমরান, স্বাধীন মত’র কাজী মো. আব্দুল মান্নান, ফরিদ উজ্জামান, আরিফুল ইসলাম, রাশিদুল ইসলাম সুমনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা এবং যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম,যুগান্তরের সম্পাদক সাইফুল আলমসহ যুগান্তর পরিবারেরভ সবার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News